জাতীয়

বিএনপি এখন তিন ভাগে বিভক্ত : নসরুল হামিদ

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Img20230922175203

কেরানীগঞ্জ (ঢাকা) : বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। একটি খালেদা জিয়ার দল, একটি তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। আমরা আজ তা করে দেখিয়েছি। আওয়ামীলীগ সরকার নৈরাজ্যৈ বিশ্বাস করে না উন্নয়নে বিশ্বাস করে।
আমরা কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট উন্নয়ন করেছি। আমাদের সরকার গৃহহীন ভূমিহীনদের ঘর প্রদান করায় কেরানীগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়েছে। প্রায় আড়াই কোটি সাধারণ মানুষের মধ্যে ১০ টাকায় চাল খাওয়াচ্ছে।
তিনি বিএনপি জামায়াতের নৈরাজ্য সমালোচনা করে বলেন, বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তাতে সাধারণ মানুষ আমাদের আবারো নির্বাচিত করবে।
বিএনপি জামায়াত সমমনা দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিতে চায়। তিনি আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে বলেন।

জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজি মোঃ মজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য আজহার বাঙ্গালী, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজি মোঃ সেলিম আহমেদ।

কর্মী সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

0Shares

আরও খবর

Sponsered content