জাতীয়

নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ৫:৩৯:২১ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231018 173800

নিউজ ডেস্ক: নভেম্বরের যে কোনো সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেই লক্ষ্যে সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (১৮ অক্টোবর ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেবো। আশা করছি, নভেম্বরের যে কোনো সময় তফসিল দিব।নির্বাচনী সামগ্রী প্রস্তুত রাখা হচ্ছে। যাতে মাঠপর্যায়ে প্রক্রিয়া শুরু করা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখছি না যে- আমাদের সামনে কোনো বাধা আছে। তবে একটা প্রতিবন্ধকতা আছে, যেটা সবাই আমরা জানি, রাজনৈতিক পরিস্থিতি। সমঝোতা একটা হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতি কি হবে, না হবে কেউ বলতে পারছি না। কাজেই আমরা আশা করি যে একটা ভালো পরিবেশ হবে। পরিস্থিতি ভালো হোক এবং মন্দ হোক যেটাই হোক, তখন কিন্তু আমাদের একার কিছু করার থাকবে না। সেক্ষেত্রে ভোটার উপস্থিতি, ভোটারদের নিরাপত্তার জন্য, রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসতে হবে। যদি সমঝোতা হয় তাহলে পরিস্থিতি এক রকম হবে। আর সমঝোতা না হলে পরিস্থিতি অন্যরকম হবে। পরিস্থিতির উন্নতি হোক এটাই আমরা আশা করি।

0Shares

আরও খবর

Sponsered content