প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ
কেরানীগঞ্জে নিয়ম ভেঙ্গে হাসপাতাল পরিচালনা, ভ্রাম্যমান আদালতের জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে সরকারি নিয়ম ভেঙে একটি হাসপাতাল পরিচালনা করায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে মডেল থানার আটি বাজার এলাকায় অবস্থিত রাফিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারের অনুমতি ছাড়া হাসপাতালে ১০ বেডের পরিবর্তে ১৫ বেডে উন্নতি করা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে এই হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম বলেন, আমরা যেখানে অনিয়ম এবং দুর্নীতির খবর পাই সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023